ব্রেকিংঃ

আ’লীগ অফিসে আগুন, জামাতের ৭ নেতা আটক

জনতার বাণী ডেক্স ।।

খুলনার পাইকগাছায় মঙ্গলবার গভীর রাতে বোমা ফাটিয়ে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে আগুন লাগিয়েছে। এ ঘটনায় পুলিশ জামায়াতের ৭ জনকে আটক করেছে।

উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাও. আ. মজিদ সরদার, পৌর কমিটির সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট আ. মজিদ গাজী, আ. সাত্তার সরদার, মহাসিন গাজী, ওবাইদুর রহমান, মিজানুর রহমান, গাউস সরদার ও ইমান আলী সরদার আটক হয়

আজ বুধবার সকালে পুলিশ সুপার মুহাম্মদ শফিউল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকতা জুলিয়া সুকায়না ও আওয়ামী দলীয় প্রার্থী আকতারুজ্জামান বাবু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ঘটনার জন্য ২০ দলীয় জোট ও আওয়ামী লীগ একে অপরকে দায়ী করছে।

উপজেলার গদাইপুর বাসস্ট্যান্ড মোড়ে নৌকা প্রতীকের কার্যালয়ে ৫টি ককটেল ফাটিয়ে আগুন লাগালে ঘরের কিছু অংশ ক্ষয়ক্ষতি হয়। সকালে নৌকার প্রার্থী আকতারুজ্জামান বাবুসহ নেতারা ঘটনাস্থলে পৌঁছলে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল হয়।

স্থানীয়রা জানান, গভীর রাতে একদল দুর্বৃত্ত পরপর ৫টি বোমা ফাটিয়ে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে আগুন ধরিয়ে দেয়।

ওসি আমিনুল ইসলাম বিপ্লব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত পরিদর্শন করি।

২৩ দলীয় জোটের প্রধান এজেন্ট অ্যাডভোটেক লিয়াকত আলী জানান, আমাদের নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণার মাঠ থেকে বিতাড়িত করতে পরিকল্পিকভাবে নিজেরাই আগুন লাগিয়ে আমাদের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।