ব্রেকিংঃ

ভোলায় তোফায়েল আহমেদের পক্ষে যুবলীগের প্রচরনা

আবদুল্লাহ নোমান ॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোলা -১ আসনের আওয়ামীলীগের মনোনিত প্রার্থী বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে নৌকা প্রতীকে বিজয়ী করার লক্ষে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে ভোলা জেলা আওয়ামীলীগের নেতা-কর্মীরা।
এর ধারাবাহিকতায় বুধবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ভোলা জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে নির্বাচনী মিছিল বের হয় । মিছিলটি সদর রোড থেকে নতুন বাজার প্রদক্ষিন করে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় নেতৃবৃন্দ আওয়ামীলীগের পক্ষে ভোট চান। তারা বলেন বাংলাদেশ আজ উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচিত লাভ করেছে। আজ বাংলাদেশ মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। সৃষ্টি হচ্ছে বেকার যুবকদের কর্মসংস্থান । তৈরী হচ্ছে নিজেদের অর্থায়নে নির্মিত হচ্ছে পদ্মা সেতু । আওয়ামীলীগ সরকারের আমলে শহর থেকে গ্রাম পর্যন্ত উন্নয়নের সেবা পৌছে দেওয়া হচ্ছে । আজ গ্রামের কৃষক থেকে শুরু কর সব ধরনের পেশার মানুষ পাচ্ছে নাগরিকে সুযোগ-সুবিধা । যা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারনেই সম্ভব হয়েছে। বিগত সরকারের আমলে ভোলার কোন উন্নয়ন হয়নি। ভোলার মানুষের দাবি ছিল নদী ভাঙন রোধ করা কিন্তু সেটি ও করা হয়নি বিগত সরকারের আমলে। বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ নির্বাচিত হওয়ার পর ভোলাকে রক্ষা করার জন্য নদী ভাঙন রোধ করা সহ রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সহ ভিবিন্ন প্রতিষ্ঠান তৈরী হয়েছে। অসহায় হতদরিদ্রদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা সহ বিভিন্ন ভাতা দিয়ে দেওয়া হচ্ছে। ভোলার মানুষের স্বপ্ন ভোলা বরিশাল ব্রিজ নির্মান করা। তাই ভোলা বরিশাল ব্রিজ নির্মান করতে আগামী ৩০ ডিসেম্ব ভোলা-১ আসন থেকে তোফায়েল আহমেদকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে এবং ভোলা বরিশাল ব্রিজ নির্মান সহ ভোলার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে হবে।
এসময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পদাক আলহাজ্ব আবদুল মমিন টুলু, সহ-সভাপতি সৈয়দ আশরাফ হোসেন লাভু, ভোলা পৌর আওয়ামীলীগ সভাপতি নজিবুল্লাহ নাজু, আওয়ামীলীগের শিল্পও বানিজ্য বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান লেলিন, আওয়ামীলীগ নেতা ইলিয়াছ, শামছুউদ্দি, যুবলীগ নেতা হোসেন, যুবলীগ নেতা কামাল হোসেন,জেলা ছাত্রলীগের সভাপতি পাপন চৌধুরী, সাধারন সম্পাদক রিয়াজ মাহমুদ, সহ- সভাপতি ওমর ফারুক সহ ভোলা জেলা আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমীকলীগ,সেচ্ছা সেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।