ব্রেকিংঃ

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল – তোফায়েল আহমেদ

নিজস্ব প্রতিবেদক ।।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা -১ আসনের আ’লীগ প্রার্থী ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বঙ্গবন্ধুর মৃত্যুর পর আওয়ামী লীগের নেতৃত্ব নিয়েছিল বঙ্গবন্ধুরই বড় কন্যা শেখ হাসিনা। তিনি জেল জুলুম অত্যাচার সহ্য করেও মানুষের জন্য কাজ করেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। ৭০ এ আওয়ামী লীগকে ভোট দিয়েছিলেন, দেশ স্বাধীন হয়েছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এবার আওয়ামী লীগে ভোট দিয়ে ক্ষমতায় আনুন বাংলাদেশ পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রে পরিণত হবে। যে পাকিস্তান আমাদের শাসন করেছিল। যে পাকিস্তান বাংলাদেশকে শাসন করেছে সে পাকিস্তান আজ বাংলাদেশকে অনুকরণ করে বাংলাদেশের মতো হতে চায়। সকল দিক থেকে বাংলাদেশ পাকিস্তান থেকে এগিয়ে। ইমরান খান পাকিস্তানকে সুইডেনের মতো করতে চেয়েছিল। তখন এক বুদ্ধিজীবী ইমরান খানকে বলে সুইডেন নয় পারলে বাংলাদেশের মতো করে দাও পাকিস্তানকে।’

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকালে ভোলার বাপ্তা ইউনিয়নে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘মানুষ বুঝেছে বাংলাদেশে শেখ হাসিনার সরকারই প্রয়োজন। ভোলায় পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ রয়েছে। অনেক শিল্প কলকারখানা হবে এখানে। যেখানে এখানকার যুবকরাই চাকরি পাবে। ভোলা বরিশাল ব্রিজ করা আমার স্বপ্ন আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আমার ভোলা-বরিশাল ব্রিজ করবার স্বপ্ন আমি পূরণ করে যেতে পারি।’

তিনি আরও বলেন, ‘বিএনপির প্রার্থীরা লজ্জায় ঘর থেকে প্রচার প্রচারণায় বের হচ্ছে না। বের হলেই মানুষ তাদের সম্পদ ও ইজ্জত ফেরত চাইবে। আমার প্রতিদ্বন্দ্বী গোলাম নবী আলমগীর ভোলার তুলাতলীতে প্রচার চালাতে গিয়েছিল মানুষ তাদের গরু, ছাগল সম্পদ ও ইজ্জত ফেরত চেয়েছে তার থেকে। ওনার বাড়ি তো বাপ্তায়ই, উনি পারলে উঠান বৈঠক করুক আমার মতো, আমিও সাহায্য করব। উনি ১৫ বছর পৌর মেয়র থেকেও তেমন কোনো উন্নয়নমূলক কাজ করেননি আর বর্তমান মেয়র গত ১০ বছরে ২৮৪ কোটি টাকার কাজ করছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- ভোলা জেলা আ. লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকীব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, প্রচার প্রকাশনা সম্পাদক ও বাপ্তা ইউনিয়ন চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব, প্রচার প্রকাশনা উপসম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে, জেলা মহিলা লীগের সভাপতি শাফিয়া খাতুন, সদর উপজেলা যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, অ্যাড. সাহাদাত হোসেন শাহিনসহ প্রমুখ

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।