ব্রেকিংঃ

বোরহানউদ্দিনে স্বেচ্ছাসেবক লীগের নেতা আওলাদকে মারধরের প্রতিবাদে পুলিশ কর্মকর্তার বিচারের দাবিতে মানববন্ধন

এম রহমান রুবেল॥
বোরহানউদ্দিনের স্বেচ্ছাসেবকলীগ নেতা আওলাদ হোসেনের উপর পুলিশের এ এস আই শাহে আলম কতৃক অমানুবিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন বোরহানউদ্দিন উপজেলা সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার সকাল ১০টার দিকে বোরহানউদ্দিন উত্তর বাসষ্টান্ডে এই প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানবন্ধনে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মো: জসিম উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম- আহ্বায়ক খোকন সিকদার, মো: সবুজ হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, বোরহান উদ্দিন টগবী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি বাহার চৌধুরী সহ বিভিন্ন শ্রেনীর মানুষ উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দরা বোরহানউদ্দিন স্বেচ্ছাসেবকলীগ নেতা আওলাদের উপর নির্যাতনের অপরাধে পুলিশের এ এস আই শাহে আলমের শাস্তি দাবি করেন।
উল্লেখ্য (১৩ জানুয়ারি) রবিবার বিকালে বাংলা স্কুল মোড়ে বোরহানউদ্দিন সেচ্ছাসেবক লীগের নেতা আওলাদকে পুলিশের এ এস আই শাহে আলম প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেট না থাকায় মোটরসাইকেলে থেকে টেনে হিঁচড়ে নামিয়ে আনেন। পড়ে তাকে কিল-ঘুষি মেরে মাটিতে ফেলে লাথি দিতে থাকে এবং তাকে মাটিতে ফেলে বেধড়ক পেটায়। এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মারধরের দৃশ্যটি ভাইরাল হলে সেখানে দেখা যায়।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।