ব্রেকিংঃ

বোরহানউদ্দিন স্কাউটের ৫ দিনের বেসিক কোর্স সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশ স্কাউটস বোরহানউদ্দিন উপজেলা শাখার পাঁচ দিন ব্যাপী বেসিক কোর্সে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বোরহানউদ্দিন উপজেলা চত্তরে সমাপনী অনুষ্ঠান ও মহাতাবু জলসা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার মো. আব্দুল কুদ্দুস। ভোলা জেলা স্কাউটস’র কমিশনার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্কাউট সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার, বোরহানউদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আমিনুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা স্কাউট সম্পাদক জনাব ফখরুল আলম। এছাড়াও বিভিন্ন জেলা থেকে আগত প্রশিক্ষকবৃন্দ ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা সফলভাবে বেসিক কোর্স সম্পন্নকারী ৮০জন স্কাউটারের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন। এ সময় বক্তারা বলেন, সমাজ থেকে অন্যায় অত্যাচার ও দুর্নীতি প্রতিরোধে স্কাউটের বিকল্প নাই। তাই সবাইকে স্কাউটের দিক্ষায় দিক্ষিত হওয়া উচিৎ। সেই সাথে যারা এই পাঁচ দিন ব্যাপী বেসিক কোর্স সম্পন্ন করেছে আমরা আশা করি তারা সমাজের গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখতে পারবে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।