ব্রেকিংঃ

ভোলা সরকারি কলেজ শিক্ষার্থী মিশুর উপর ৩ হামলাকারী ২ দিনের রিমান্ডে

আবদুল্লাহ নোমান ।।
ভোলা সরকারি কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের পিকনিকের গাড়িতে হামলার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। আটকৃত ১ নম্বর আসামী মিজান, আকতার ও স্বপনকে (২৭ জানুয়ারি ) রোববার সকালে চরফ্যাশনের অতিরিক্ত জেলা জজ আদালতে আসামীদের হাজির করা হলে আদালত আসামীদের জামিন না মঞ্জুর করে ২ দিনের রিমান্ডের আদেশ দেন।
উল্লেখ্য গত ২২ জানুয়ারি ভোলা সরকারি কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ২ দিনের শিক্ষা সফরে চরফ্যাশনের চর কুকরি মুকরি উদ্দেশ্যে রওয়ানা দেয়। বাসটি দক্ষিণ আইচায় এলাকায় পৌঁছালে স্থানীয় জামাল মেম্বারের লোকজন অতর্কিতভাবে শিক্ষা সফরের বাসে হামলা চালায় । বাস ভাংচুর, এলোপাথারি ভাবে শিক্ষার্থীদের মারধর এবং সাথে থাকা মোবাইল, টাকা পয়সা ছিনিয়ে নেয়। এসময় সন্ত্রাসীদের হামলায় জান্নাতুল ফেরদাউস মিশু নামে এক শিক্ষার্থীর ১টি চোখ গুরুতর জখম হয়।এছাড়াও বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। এঘটনার পরের দিন দক্ষিণ আইচা থানায় শিক্ষা সফরের গাড়িতে হামলার বিচার চেয়ে চিহ্নিত ১২জন এবং আরো অজ্ঞাত ১৫ জনের নামে মামলা করেন শিক্ষার্থীরা।

এই হামলার ঘটনায় ভোলায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। ২৩ তারিখে কলেজে বিক্ষোভ, ক্লাস বর্জন, ভোলা সরকারি কলেজের সামনের সড়ক অবরোধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারক লিপি প্রদান করা হয়।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেইজবুকে ব্যাপক তোলপার শুরু হয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আসামীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারে নির্দেশ দেন জেলা প্রশাসক এবং পুলিশ সুপার। ২৪ তারিখ রাতে পুলিশের অভিযানে ৩জন আসামী গ্রেফতার হয়। রোববার সকালে তাদেরকে আদালতে হাজির করা হলে শুনানী শেষে রিমান্ডে নেয়ার আদেশ দেন আদালত।

এবিষয়ে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম তালুকদার জানান, এই মামলায় অভিযুক্ত বাকি আসামীরা পলাতক রয়েছেন। তবে তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। যত দ্রুত সম্ভব আসামীদের আইনের আওতায় আনা হবে।

 

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।