ব্রেকিংঃ

ভোলায় কবি অনন্ত জাহিদ স্মরণে-আলোচনা, আবৃত্তি ও সংগীত অনুষ্ঠিত

এম রহমান রুবেল  :
আবৃত্তি, গান ও আলোচনা সভার মধ্যদিয়ে স্মরণ করা হলো তারুণ্যের কবি প্রায়ত অনন্ত জাহিদ এর ১০ম মৃত্যুবার্ষিকী। সোমবার (১ এপ্রিল) রাতে ভোলা প্রেস ক্লাব মিলনায়তনে এ আয়োজন করেছে ভোলা আবৃত্তি সংসদ, জীবনপূরান আবৃত্তি একাডেমী, প্রথমআলো বন্ধুসভা সহ নানা সংগঠন। কবি অনন্ত জাহিদের লেখা কবিতা আবৃত্তি করেন সাংবাদিক ও আবৃত্তি শিল্পী সামস-উল আলম মিঠু, মসিউর রহমান পিংকু, বাহাউদ্দিন, প্রথম আলো জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ, আবৃত্তি শিল্পী রেহানা ফেরদৌউস। কবির লেখা গান পরিবেশন করেন মোশারেফ লাভু।
ভোলা প্রেস ক্লাব সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে এ স্মরণ সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মাহাবুবুল আলম নিরব, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি মোবাশ্বের উল্ল্যাহ চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এনামুল হক আরজু, বিশিষ্ট কবি সাহিত্যিক কাজল কৌশিক, ভোলা প্রেস ক্লাব সম্পাদক অমিতাভ অপু, ভোলা থিয়েটারের সভাপতি নাসির লিটন, লালমোহন শিল্পকলার সাধারন সম্পাদক রিপন শান, কবি মিলি বসার, কবি হওলাদার মাকসুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তালহা তালুকদার বাঁধান প্রমুখ। এসময় বিভিন্ন কবি, সাহিত্যিক, সাংবাদিক, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কবির লেখা বইগুলো হচ্ছে, আমি কি তোমার কাছে যেতে পারি, তোমাকে দিলাম হৃদি নন্দিতা সৌন্দর্য্যরে রথি, বাংলাদেশ মতো, কাব্য নাট্য ভুবন বাড়ীর ছেলে। এছাড়াও তিনি কবি প্রায় সাড়ে ৩’শর মতো গান লিখেছেন। নয়ার চরের জীবন পুরানো একটি পা-লিপি প্রকাশের অপেক্ষায় রয়েছে।
প্রায়ত কবি অনন্ত জাহিদ এর স্মরণে বক্তারা বলেন, অনন্ত ছিলো একজন মেধাবী কবি। সে বেচেঁ থাকলে হয়তো আরো অনেক বই আমরা পেতাম। তার লেখা বই গুলো এখন নতুন লেখক ও আবৃত্তিকারীদের জন্য কাজে আসবে বলে জানান। এই সময় কবির আত্মার মাগফেরাত কামনা করেন বক্তারা।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।