ব্রেকিংঃ

ভোলায় মাছ ধরার দায়ে ৩৩ জেলে আটক

এম জামিল হোসেন: নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ভোলায় ৩৩ জেলেকে আটক করেছে কোস্টগার্ড  দক্ষিন জোনের সদস্যরা। আটকৃতদের মধ্যে ১৩ জনকে এক মাস করে কারাদণ্ড ও ২০ জন জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার ৫এপ্রিল বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ও সদর ইউএনও মো. কামাল হোসেন এ রায় দেন।

এব্যাপারে সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, এসময়টিতে মেঘনায় নদীতে মাছের অভয়াশ্রম হিসেবে থাকে কিন্তু সরকার এসময়টিতে নিষেধাজ্ঞা করলেও  জেলেরা তা অমান্য করে  ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরে সে জন্য মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের একটি টিম নদীতে সবসময় যৌথ অভিযান চালিয়ে থাকে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।