ব্রেকিংঃ

ভোলায় জলবায়ু পরির্বতন ধারনা ও ভবিষ্যত করনীয় শীর্ষক সভা এবং প্রামান্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার ॥
ভোলায় শিক্ষক সমাজের সাথে জলবায়ু পরির্বতন ধারনা এবং আমাদের ভবিষ্যত করনীয় শীর্ষক সভা এবং উপকুলিয় জনগনকে সচেতন করতে প্রামান্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার সকালে ভোলা শহরের ওবায়দুল হক মহাবিদ্যালয়ে কোষ্টট্রাস্ট সিএফটিএম প্রকল্পের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় । এসময় উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি আলহাজ্ব এ্যাড কামাল উদ্দিন সুলতানের সভাপতিত্বে জলবায়ু পরির্বতন ধারনা এবং আমাদের ভবিষ্যত করনীয় শীর্ষক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওবায়দুল হক মহাবিদ্যালয়ে অধ্যক্ষ নওশেদ আলম ।
এ সময় আরো বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক এনামুল হক, আবদুল বাসেদ , রেজাউর রহমান শাহিন ,কামরুল হাসান, উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি মোকাম্মেল হক মিলন ,সম্পাদক জিনাত রেহানা ,কোষ্টট্রাস্ট সিএফটিএম প্রকল্পের ডেপুটি টিম লিডার রাজিব ঘোষ , জলবায়ু ফোরামের সদস্য এম মইনুল এহসান প্রমুখ ।
এসময় বক্তরা বক্তরা বলেন জলবায়ু পরির্বতন জনিত ঝুকির শীর্ষ অবস্থানে বাংলাদেশের অবস্থান । সরকার জলবায়ু পরির্বতন মোকাবেলায় ব্যাপক ভুমিকা রাখলেও আমাদের দেশের অধিকাংশ জনসাধারন এই ব্যাপারে অসচেতন । যার ফলে জলবায়ু পরির্বতন মোকাবেলায় আমাদের স্থানীয় পর্যায়ে তেমন কোন ভুমিকা নেই । তাই আমাদের সবাইকে জলবায় পরির্বতন সম্পর্কে জানতে হবে এবং জলবায়ু পরির্বতন মোকাবেলায় ভুমিকা রাখতে হবে । বক্তরা জলবায়ু পরির্বতন মোকাবেলায় সবাইকে আরো বেশি সচেতন হওয়ার আহব্বান জানান।
এদিকে সন্ধায় ভোলা তুলাতুলি বাজারে জলবায়ু পরির্বতন ও উপকুলে বিপন্নতা রাষ্ট্র ও সমাজের করনীয় শীর্ষক বিষয় নিয়ে প্রমান চিত্র প্রদর্শনি অনুষ্ঠিত হয় । এসময় স্থানীয় কৃষক,জেলে সহ সাধারন জনগন অংশগ্রহন করে ।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।