ব্রেকিংঃ

ভোলার কর্মকার ফার্মেসিতে ২৬ টাকার ঔষুধ ১৫০ টাকা বিক্রি দেখার যেন কেউ নেই

এম রহমান রুবেলঃ
ভোলা সদর রোডস্থ জিয়া সুপার মার্কেটের সামনে তালুকদার ভবনের পাশে কর্মকার ফার্মেসিতো ২৬ টাকার ঔষুধ ১৫০ টাকা দরে বিক্রি করার নামে অভিযোগ উঠে।
বুধবার সন্ধায় এমন অভিযোগ উঠে ভোলার স্বনাম ধন্য ঔষুধ বিতান কর্মকার ফার্মেসীর নামে।
ঘটনা স্থল কর্মকার ফার্মেসীতে গিয়ে দেখা অভিযোগ কারি ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন পরিষদের কর্মরত সুকান্ত শাহ।
সুকান্ত সাংবাদিককে জানান ভাই আমি একটি বেটনোভেট এন কিনার জন্য সন্ধা ৭ টার সময় দোকানে আসলে রবিন আমার কাছে ২৬ টাকা দামের বেটনোভেট এন ১৫০ টাকা চায় আমি তখন দোকানদার জিজ্ঞাসা করলে তিনি আমাকে বলেন বেটা নিলে নিবি না নিলে চৌদা এমন দুর ব্যাবহারে দোকানে থাকা কাস্টমার সহ সুকান্ত নিজেই লজ্জা পান এবং নীরুপায় হয়ে দোকান থেকে বের হয়ে ঔষুদ কিনে বাড়ি চলে যান।
সরেজমিন ভোলা সদর রোডস্থ কর্মকার ফার্মেসী গিয়ে রবীন রায়হানকে উক্ত অভিযোগ বিষয় সম্পর্কে তার কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন আমাদের বেশি দামে কিনা তাই বিক্রি করি। প্রতিবেদক রবিন রায়হানকে তার বেশি দামে কিনা মেমো দেখাইতে বললে তিনি অপরাগত এবং এক কখমথায় মোরামুরি লুকোচুরি খেলায় নিজেকে খেলার ভিতরে চেস্টায় ব্যাস্ত।
দোকানে থাকা ক্রেতারা জানান ভাই ঔষুধ এমন একটা বিষয় যা গায়ে দাম লেখা থাকে না আমরা যারা ক্রেতা তারা একটা চরম বিপর্যয় অবস্থার ভিতর বসবাস করছি।
ক্রেতারা বলেন দোকান থাকা রবিন, রায়হান যে ভাষা করছে তা মানুষ মানুষকে করে না। আমরা ক্রেতারা ফার্মেসীদের কাছে জিম্বি।
ক্রেতাদের দাবি প্রশাসন কাছে যেন এই অসাধু ব্যাবসায়ীদের ধরে এনে আইনের আওতায় এনে তাদেরকে উপযুক্ত বিচার করা হয়।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।