ব্রেকিংঃ

ভোলার দৌলতখানে বিপুল পরিমাণ ইলিশের পনা ও অবৈধ চিংড়ি রেনু আটক

তানভীর আহমেদ, দৌলতখান (ভোলা)

দেশের নাগরিকদের মধ্যে দেশাত্ববোধ না থাকলে সে দেশে কখনো আত্ম-নির্ভরশীলতা আসেনা। দেশ কখনো উন্নত হতে পারেনা। সে দেশের মানুষেরা কখনোই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে পারেনা, তারা আইন মানেনা। নাগরিক কর্তৃক আইন না মানা দেশে আইনের শাসনও প্রতিষ্ঠিত হয়না। আবার আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে কোন দেশে সুশাসন আসেনা এমনকি নাগরিকরা আইনও মানেনা।
যারা আইন মানেননা তারা সব কিছুই করতে পারে। দেশপ্রেমহীন আইন অমান্যকারি মানুষগুলো বিপুল আনন্দ আর বিকৃত উল্লাসে মেতে উঠেছে জাতীয় সম্পদ ইলিশ পনা নিধন যজ্ঞে।
কিন্তু আমাদের দেশের মানুষরূপি অমানুষগুলো রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে রাতদিন শিকার করে চলেছে কোটি কোটি টাকা মুল্যের ইলিশ সম্পদ ।
গতকাল দৌলতখান উপজেলা ইলিশ পনা নিধন কয়েকটি প্রতিবেদনের নজরে আসে উপজেলা মৎস্য বিভাগের নড়েচড়ে বসেছেন তারা।
আজ সকালে উপজেলার বিভিন্ন জায়গায় কড়াকড়ি অভিযানে নামে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা মাফুজুর হাসনাইন এসময়ে বিপুল পরিমাণ ইলিশের পনা ও অবৈধ চিংড়ি রেনু আটক করেন তিনি।
পড়ে ইলিশ পনা গুলো গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ করেন।
উপজেলা মৎস্য কর্মকতা মাহাফুজুর হাসনাইন বলেন অভিযান চলমান থাকবে এবং সংসৃষ্ট সকলের সহযোগীতা পেলে অপরাধীরা পার পাবে না।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।