ব্রেকিংঃ

সারা দেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে ভোলায় আ.লীগের বিক্ষোভ মিছিল।।

এম রহমান রুবেল।।

২০০৫ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বুধবার (১৭ আগস্ট) ভোলায় বিক্ষোভ সমাবেশ করেছে ভোলা জেলা আওয়ামী লীগ।

দুপুর ১২টার দিকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের বাংলা স্কুল মোড় দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

এতে জেলা, উপজেলা,পৌর আওয়ামী লীগে বিভিন্ন ইউনিট, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, জাতীয় শ্রমিক লীগসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ সংগঠনের ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন।
এ সময় মিছিলের নগরীতে পরিণত হয় ভোলার শহর।

মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লাহ,জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব।

এসময় বক্তরা বলেন, ‘এদেশের রাষ্ট্র পরিচালনার ভার যখন বঙ্গবন্ধুকন্যার হাতে, তখন কিছু দায়িত্বশীলতার পিছুটান আছে বৈকি।
কিন্তু অস্থিত্বে আঘাত অনুভূত হলে কেউ আর আমাদের দাবায়ে রাখতে পারবে না।’

প্রসঙ্গত, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। ওইদিন জঙ্গিরা বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ঢাকার ৩৪টি স্পটসহ ৬৩ জেলার সাড়ে চারশ স্পটে প্রায় পাঁচশ বোমা বিস্ফোরণ ঘটায়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাবেক সহ সভাপতি আশ্রাফ হোসেন লাভু, যুগ্ন সাধারন সম্পাদক জহুরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃসফিকুল ইসলাম,জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইয়ানুর রহমান বিপ্লব মোল্লাহ, ভোলা পৌর সভার প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।