ব্রেকিংঃ

ভোলার ইলিশা ইউনিয়নে ব্রিজ আছে সংযোগ নেই এলাকাবাসীর দুর্ভোগের শেষ নেই”

স্টাফ রিপোটার।।ভোলা সদর উপজেলার ইলিশা জংশন বাজারের মধ্যে দিয়ে একটি রাস্তা রয়েছে যা চর-আনন্দ রাস্তা নামে পরিচিত। ব্রিজ আছে রাস্তা নেই এলাকাবাসির দূভোগের আর শেষ নেই। এরই নাম মরন ফাঁক।এই রাস্তা দিয়ে পূর্ব ইলিশার বেশিরভাগ মানুষ দিনরাত ২৪ ঘন্টা যাতায়াত করেন। বিশেষ করে রৌদ্রের হাট, মাঝ গাঁজি ক্লোজার, শান্তির হাট ও আরো অন্যান্য গ্রামের মানুষ আসা যাওয়া করে।

উল্লেখ্য, বিষয় যে ছোট ছোট ছেলেমেয়েরা সকালবেলা এই রাস্তা দিয়ে কিন্ডারগার্টেন, স্কুল ও মাদ্রাসায় আসতে হয়। জংশন বাজারের ৫টি প্রতিষ্ঠানের কয়েক হাজার ছাত্র-ছাত্রী এই চর আনন্দ নামের এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। দীর্ঘদিন যাবত এই রাস্তার মধ্যে ব্রিজের কাজ চলার কারণে আরো দুর্ভোগে পড়তে হয়েছে কয়েক এলাকার মানুষের।
এরই পাশাপাশি দিন দিন রাস্তার পরিস্থিতি খারাপ হওয়ার কারণে এলাকার মানুষের যাতায়াত করতে আরো বেশি কষ্ট হচ্ছে। কিছুদিন যাবত ব্রিজের কাজ সম্পূর্ণ হলোও মাটি দিয়ে ভরাট না করে কাজ বন্ধ করে রেখেছেন বলে জানা যায়। ব্রিজের সাথে কাঠের শাকো বানিয়ে যাতায়াত করতে দেখা যাচ্ছে এলাকা বাসির। সকাল বেলা যখন স্কুলের সময় হয় তখন ছোট ছোট বাচ্চারা ব্রিজের কাছে এসে দাড়িয়ে থাকতে দেখা যায়। বেশিরভাগেই বাচ্চাদের কান্না করতে হয় ব্রিজ পার হওয়ার জন্য। অসুস্থ লোক এবং বয়স্ক লোক বাড়ি থেকে বের হওয়ার সময় যখন তাদের ব্রিজের কথা মনে পরে, তখন আর বাসা থেকে বের হয় না তারা। ভাবে তারা তো ব্রিজ পার হইতে পারবে না।
এ বিষয়ে ইলিশা জংশন গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান বলেন, স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী কথা চিন্তা করে ব্রিজটির পাশের মাটি যেন দ্রুত ভরাটের মাধ্যমে জনগণের চলালচলের উপযোগী করার দাবী জানাচ্ছি।
উপজেলা নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বর্ষার জন্য কাজ করা যাচ্ছে না। যদিও কাজের মেয়াদ রয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত, আমরা এর মধ্যেই কাজ শেষ করে ফেলব ইনশাআল্লাহ।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।