ব্রেকিংঃ

র্নিমুল না হওয়া প্রযর্ন্ত মাদক বিরোধি অভিযান চলবে

জামিল হোসেন ॥
মাদক সমাজের শত্রু । মাদকের কারনে নষ্ট হয় হাজারে জীবন, মাদক কে না বলুন , । মাদক এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ভোলা সদরের পরানগঞ্জে অনুষ্ঠিত হলো মাদক বিরোধি সভা । পরানগঞ্জ বাজারে ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার আবদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা মডেল থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ছগির আহমদ । এসময় আরো বক্তব্য রাখেন , ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো: বাবুল মেম্বার , সাবেক মেম্বার জসিম মজগুনি প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালনা করেন , গ্রামীন সমাজ কল্যাণ পাঠাগারের আহব্বায়ক ইমাম হোসেন কান্টু ।
প্রধান অতিথির বক্তব্যে, ভোলা সদর মডেল থানার ওসি মো: সগির মিয়া বলেন, মাদক হলো ভয়াবহ সামাজিক ভয়াবহ ব্যাধি । মাদকের কারনে হত্যা , র্ধষন , ছিনতাই , চুরি ,লুটপাট সহ বিভিন্ন অপরাধ সংঘঠিত হয়ে থাকে । আমাদের দেশে সংগঠিত অপরাধের অধিকাংশই পর্যবেক্ষন করলে দেখা যায় যে এ সমস্ত অপরাধের সারেথ মাদক কেন না কোন ভাবে জরিত । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকে বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন । মাদক যত দিন র্নিমুল না হবে ততদিন মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে । মাদকের সাথে যেই জরিত থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা হবে

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।