ব্রেকিংঃ

পিসিবি চেয়ারম্যান হওয়ার দৌড়ে ওয়াসিম আকরাম!

স্পোর্টস রিপোর্টার

পাকিস্তানে ক্ষমতার পালাবদলের প্রভাব পড়তে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডেও (পিসিবি)। প্রধানমন্ত্রী যখন হতে যাচ্ছেন বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ইমরান খান, তখন বোর্ডের শীর্ষ পদে তারই কোনো সাবেক সতীর্থ বসতে পারেন বলে অনুমান করছে পাকিস্তানের গণমাধ্যমগুলো।

সেই দৌঁড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন সাবেক ফাস্ট বোলার ও অধিনায়ক ওয়াসিম আকরাম। কিংবদন্তি এই পেসারের পারিবারিক এক সূত্র এই খবর নিশ্চিত করেছে। তিনি বলেন, ‘হ্যাঁ, ওয়াসিম পিসিবি’র পরবর্তী চেয়ারম্যান হতে যাচ্ছেন। তিনি ইমরান খানের সাথে ক্রিকেট খেলেছেন। এখন তার নেতৃত্বে দেশকে নতুন উচ্চতায় নিতে প্রস্তুত।’

ইমরানের সাথে বরাবরই সুসম্পর্ক রয়েছে তার। এমনকি সামাজিক যোগাযেগ মাধ্যমে ইমরান খানের হয়ে নির্বাচনী প্রচারণাতেও সরব ছিলেন ওয়াসিম। সূত্রটি আরো বলেছে, ‘পাকিস্তান ক্রিকেটের ওয়াসিমের মতো একজনকে প্রয়োজন, যিনি দেশকে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত করতে পারবেন। ইন্দো-পাক ক্রিকেটের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।’

ইমরান খানের নেতৃত্বেই ১৯৯২ সালে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ জেতে পাকিস্তান। সেই দলে ছিলেন ওয়াসিম আকরামও। টুইটারের মাধ্যমে অভিনন্দন বার্তায় ওয়াসিম আকরাম নির্বাচনে ৬৫ বছর বয়সী ইমরানের জয় নিশ্চিত হওয়ার পর লিখেছেন, ‘আমাদের দেশের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন।’

টেস্ট ও ওয়ানডে মিলিয়ে পাকিস্তানের হয়ে ৯১৬ উইকেট নেওয়া আকরাম আরো লিখেছেন, ‘আপনার নেতৃত্বেই পাকিস্তান ১৯৯২ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। আপনার নেতৃত্বেই আমরা অসাধারণ একটি গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবো।’

আকরামের নতুন বলের পার্টনার ওয়াকার ইউনুস ইমরান খানের নির্বাচন পরবর্তী বক্তৃতার প্রশংসা করে টুইট বার্তায় লিখেছেন, ‘অসাধারণ এক নেতার ‘বিশেষ’ বক্তৃতা ছিল এটি। খুবই সাদামাটা, সত্, বাস্তবধর্মী। এমন একজন মেন্টরের ছাত্র হতে পেরে আমি গর্ব অনুভব করেছি। অভিনন্দন নেতা।’

নির্বাচনের পরপর নিজের প্রথম বক্তব্যে ইমরান খান চির প্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের যে কথা বলেছেন তাও প্রশংসিত হয়েছে দেশের সীমানার বাইরে। ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাকানো ভারতের সাবেক ব্যাটসম্যান সঞ্জয় মাঞ্জেরেকার তার টুইট বার্তায় লিখেছেন, ‘অভিনন্দন ও শুভ কামনা জানাচ্ছি আমার ক্রিকেটীয় হিরো ইমরান খানকে।’

 

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।