ব্রেকিংঃ

ভোলা সরকারী কলেজে ৩২তম অধ্যক্ষ হিসেবে প্রফেসর মো: গোলাম জাকারিয়ার যোগদান

এম মইনুল এহসান ॥
ভোলা সরকারী কলেজের ৩২তম অধ্যক্ষ হিসেবে আজ দায়িত্ব নিয়েছন প্রফেসর মো: গোলাম জাকারিয়া। গতকাল ৪ সেপ্টেম্বর ভোলা সরকারী কলেজের সফল অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতারের অবসর জনিত বিদায়ের পর উপধ্যাক্ষ থেকে পদোন্নতি পেয়ে আজ থেকে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি । ইতিপূর্বে প্রফেসর মো: গোলাম জাকারিয়া ভোলা সরকারী কলেজর উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
১৪ তম পিএসসি/ বিসিএস সাধারন শিক্ষা ক্যাডারে ৩১তম মেধাক্রমে উত্তিন্ন হয়ে ১৯৯৩ সালে রাষ্ট্র বিজ্ঞান বিভাগে প্রভাষক পদে সরকারী মঠবাড়িয়া কলেজে যোগদান করেন। ২০০৪ সালে ভোলা সরকারী কলেজ থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে সরকারী বিএম কলেজে যোগদান করেন। ২০০৮ সালে সহযোগী অধ্যাপক পদোন্নতি পান। ২০১২ সালে লালমোহন সরকারী শাহাবাজপুর কলেজে উপাধ্যাক্ষ পদে যোগদান করেন। ২০১৬ সালের মার্চ মাসে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে ভোলা সরকারী কলেজে যোগদান করেন। ২০১৭ সালে তিনি অধ্যাপক পদে পদোন্নতি পান। ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর তিনি ভোলা সরকারী কলেজের উপাধ্যাক্ষ হিসেবে দায়িত্ব লাভ করেন।
শিক্ষা জীবনে তিনি ১৯৮০ সালে যশোর বোর্ডে থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি , ১৯৮৩ সালে এইচএসসি ,১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞান বিভাগে বিএসএস (সম্মান), ১৯৮৭ সালে এমএসএস ডিগ্রি লাভ করেন ।
এছাড়া তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়, নায়েম , এনসিটিবি, মাউশি থেকে বিভিন্ন প্রশিক্ষন লাভ করেন ।
প্রফেসর মো: গোলাম জাকারিয়া ইতিপুর্বে বিভিন্ন পদে দায়িত্ব পালনকালিন সময়ে সততা ও নিষ্ঠার সাথে যথাযথ ভাবে দায়িত্ব পালন করার সুনাম আছে ।
প্রফেসর মো:গোলাম জাকারিয়া পুর্বসূরি প্রফেসর পারভীন আখতারের মত ভোলা সরকারী কলেজকে আরো এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা করছেন ভোলা সরকারী কলেজের শিক্ষার্থী ও ভোলার শিক্ষানুরাগি বৃন্দ

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।