ব্রেকিংঃ

মৌসুম পেরিয়ে গেলেও উপকুলের নদ-নদীতে ধরা পরছেনা কাঙ্খিত ইলিশ

 মোঃ বিল্লাল হোসেন :

মৌসুম পেরিয়ে গেলেও উপকূলীয় নদ-নদীতে আগের মতো ধরা পড়ছে না কাঙ্খিত ইলিশ । শ্রাবণের ভরা পূর্ণিমায় ইলিশ ধরা পড়বে বলে আশা করলেও সেই প্রত্যাশা পূরণ হয়নি জেলেদের। পিরোজপুরের বলেশ্বর ও সন্ধ্যা, ভোলার মেঘনা ও তেঁতুলিয়া, পটুয়াখালীর পায়রা, আন্দারমানিক ও আগুনমুখো এবং চাঁদপুরের মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনাসহ ষাটনল এলাকায় নদ নদীর বাহিত জেলেদের সাথে আলাপ করে জানা গেছে, জ্যৈষ্ঠ ও আষাঢ় মাসজুড়ে সময়টাই ইলিশের ভরা মৌসুম। কিন্তু সেই সময় পেরিয়ে গেছে অনেক আগেই। শ্রাবণের ভরা পূর্ণিমায় ধরা পড়ে ইলিশ। তাদের প্রত্যাশা ছিল ওই সময় অন্তত কিছু ইলিশ ধরা পড়বে। কিন্তু এই মৌসুমও চলে গেছে। নদীতে মিলছে না কাঙ্খিত ইলিশ। তবে সাগরে প্রচুর ইলিশ রয়েছে এবং ভাদ্র মাসের শেষের দিকের জোয়ারে কিছু মাছ নদনদীতে আসতে পারে বলে এখনো সেই আশায় বুক বেঁধে রয়েছেন জেলেরা। অপরদিকে নদীতে মাছ না পড়ায় দাদনের দেনার ভয়ে বহু জেলে ঘর-ভিটা ছেড়ে পালিয়ে বেড়ানোর পায়তারা করছেন। জেলে পরিবারগুলোতে এখন প্রায় দুর্দিন চলছে। দেনার দ্বায়ে তারা মানবেতর জীবনযাপনে অশংঙ্খায় আছেন । অনেকেরই নিজস্ব জাল বা মাছ ধরার ট্রলার না থাকায় স্থানীয় মহাজনদের কাছ থেকে দাদন নিয়েছেন। কিন্তু নদীতে মাছ ধরা না পড়ায় এ সব অঞ্চলের জেলেরা হতাশ হয়ে পড়েছেন। শুধু জেলেরাই নয় হতাশ হয়ে পরেছে বরিশাল বিভাগিয় শহরের বিভিন্ন অঞ্চলের মৎস সংস্লিষ্ট বিভিন্ন ব্যাবসায়ী। মৎস বড় ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকা দাদন দিয়েছে আড়ৎদারদেরকে, আবার আড়ৎদাররা ট্রলার বা নৌকা এবং জাল কিনে দিয়েছেন জেলেদেরকে। শুধু তাই নয় মৎস সৃজনে পরিশোধ করবে বলে মাসের পর মাস বাকি দিয়েছেন দোকানিরা। তারাও এখন হতাশায় দিন কাটাচ্ছেন। পল্লি চিকিৎসক মোঃ ইসমাইল হোসেনসহ একাধীক দোকানি জানায়, তারা জেলেদেরকে মাসের পর মাস ঔষধ, কাঁচা বাজার, মুদি মালসহ নিত্য প্রয়োজনিয় মালামাল বাকি দিয়েছেন, মাছ না পড়ায় জেলেরা সেই টাকা পরিশোধ করতে পারছেনা। গবেষকরা মনে করছেন, নদীর গতিপথ পরিবর্তন, জলবায়ুর নেতিবাচক প্রভাব, মাঝখানে নতুন চর জেগে উঠার কারণে পানির স্রোত বাধা পাচ্ছে। এর ফলে প্রয়োজনের তুলনায় স্রোত কমে গেছে, ইলিশ সবসময় দলবেঁধে চলে। এই মাছ গতিপথ সবসময় সোজা রাখে। সোজা চলতে গিয়ে যদি বাধা পায়, তাহলে সাগরে ফেরত যায় ইলিশ। নদীতে চর জাগা ও স্রোত কমে যাওয়ায় সাগর থেকে ঝাঁক বেঁধে ইলিশ নদীর মোহনায় আসতে বাধা পাচ্ছে। এড়াও এ বছর প্রবল বৃষ্টি না হওয়ায় ভরা মৌসুমেও নদীতে জেলেরা ইলিশের দেখা পাচ্ছেন না বলে মনে করছেন তারা।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।