ব্রেকিংঃ

মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে “হেল্প এন্ড কেয়ার”র খাবার বিতরণ

ইমতিয়াজুর রহমান ॥

মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজন করল “হেল্প এন্ড কেয়ার”। রবিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মারকাজুল এহছান মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরন করল হেল্প এন্ড কেয়ার এর স্বেচ্ছাসেবীরা। ব্যাতিক্রমি অনুষ্ঠানে আনন্দে আত্মহারা হয়ে উঠে মাদরাসার কোমলমতি শিশুরা। হেল্প এন্ড কেয়ারের প্রতিষ্ঠাতা রাকিব উদ্দিন (অমি) আহমেদ উদ্দ্যোগে এ অনুষ্ঠান করা হয়।
সংগঠনের সদস্যদের নিজেদের অর্থায়নে এই অনুষ্ঠান করা হয়। স্বেচ্ছাসেবী সকলেই বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা তাদের টিফিনের টাকা বাঁচিয়ে এবং শুভাকাঙ্খীদের সাহায্য নিয়ে বিভিন্ন সময় এ রকম অনুষ্ঠান করে থাকে।

এসময় বক্তারা বলেন, “সমাজে অনেক ধনি ব্যক্তি আছেন। তারা এতিম অসহাদের খবর রাখে না। অথচ কয়কজন অল্প বয়সী তরুণ-তরুণীরা তাদের সাহায্যের হাত বাড়িয়েছেন। আল্লাহ তাদের তৌফিক দান করুক, যেন তারা সব সময় এভাবেই গরিব দুঃখিদের সেবা করে যেতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আশরাফুজ্জামান (রাজিব), মারকাজুল এহছান মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোঃ নূর হোসেন, এনটিভির স্টাফ রিপোর্টার আফজাল হোসেন, চ্যানেল-২৪ ভোলা প্রতিনিধি আদিল হোসেন (তপু), হেল্প এন্ড কেয়ারের সাধারন সম্পাদক সিয়াম আহমেদ, সাংগঠনিক সম্পাদক এম শরীফ আহমেদ, প্রচার ও আইটি সম্পাদক ইমতিয়াজুর রহমান, মানবাধিকার সম্পাদক মোঃ রাফসান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ তুনির, মোঃ রাজিব, মারকাজুল এহছান মডেল মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দ প্রমুখ।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।