ব্রেকিংঃ

দৌলতখানে তুচ্ছ ঘটনার জের ধরে পতিপক্ষকে কুপিয়ে জখম

দৌলতখান প্রতিনিধি ॥
ভোলার দৌলতখানে জমিজমা সংক্রান্ত বিরোধের পতিশোধ নিতে তুচ্ছ ঘটনার জের ধরে পতিপক্ষকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।গত শুক্রবার (১৪ সেপ্টেম্বর) দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মধ্যম জয়নগর গ্রামের ফারুক ডিলারের নতুন বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনায় গুরতর আহত মো:নুর উদ্দিন (২৫)কে প্রথমে দৌলতখান উপজেলা স্বাস্থ কমপ্লেকসে ভর্তি করা হলেও পরর্বতিতে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
স্থানীয় সুত্রে যানা যায় , দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মধ্যম জয়নগর গ্রামের ফারুক ডিলার বাড়ির বাসিন্দা কামালের ছেলে হৃদয়(১৪) শুক্রবার সকাল ৭টার দিকে মোটরসাইকেল চালনোর জন্য ঘর থেকে মোটরসাইকেল বের করে। মোটরসাইকেল স্টাট্র দিলে মোটরসাইকেলের শব্দে ঘুম ভেঙ্গে যাওয়ার অজুহাতে হৃদয়কে পাশের বাসার আবদুর রহমান (৩০)অকথ্য ভাষায় গালগালি করে। ঘটনা শুনে হৃদয়ের চাচা মো:নুর উদ্দিন ঘটনাস্থলে যায়। বিষয়টি নিয়ে নুরউদ্দিন ও আবদুর রহমানের মধ্যে কথার কাটাকাটি হয়। নুরউদ্দিনের পরিবারের সাথে আবদুর রহমানের পরিবারের পূর্ব থেকেই জমি-জমা সংক্রান্ত বিরোধ থাকার কারনে আবদুর রহমান ক্ষিপ্ত হয়ে নুরউদ্দিন কে অকথ্য ভাষায় গালাগালি এবং এক পর্যায়ে নুরউদ্দিন কে হামলা করে। নুরউদ্দিন আত্বরক্ষার্থে পালাতে চেষ্টা করলে আবদুর রহমানের নেতৃত্বে তার ভাই আবদুল জলিল, কামরুল , আমিরুল , আলমাচ, মনির সহ কয়েক জন মিলে ধারালো দা ,লাঠি ,রড সহ দেশিয় অস্ত্রসস্ত্র সহকারে নুরউদ্দিনের উপর হামলা চালায়। এসময় তারা ধারালো দা দিয়ে নুরউদ্দিনের মাথায় আঘাত করে এবং মাথা ও হাতে মারাক্তক জখম করে। এসময় তারা রড দিয়ে সমস্ত শরিরে মারধর করে। এসময় নুরউদ্দিন কে উদ্ধার করতে তার ভাবি তাসলিমা বেগম এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকে শ্লিলতাহানির চেষ্টা করে এবং তার গলার চেইন, কানের দুল সহ সাথে থাকা স্বর্ন অলংকার ছিনিয়ে নিয়ে যায়।পরে নুরউদ্দিনের আত্বচিৎকারে স্থানীয়রা এসে নুরউদ্দিন কে দৌলতখান উপজেলা স্বাস্থ কম্পেলেকসে ভর্তি করে। অবস্থা গুরতর হওয়ায় পরর্বতিতে নুরউদ্দিন কে ভোলা সদর হাসপাতালে প্রেরন করা হয়। বর্তমানে নুরউদ্দিন ভোলা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ৩৯নং বেডে চিকিৎসাধিন অবস্থায় আছে ।
এ ব্যাপারে দৌলতখান থানায় একটি মামলা দ্বায়ের করা হয়েছে। এদিকে মামলা তুলে নিতে আবদুর রহমান গং বাদিও তার পরিবারকে বিভিন্ন হুমকি দিয়ে আসছে ।
এ ব্যাপারে অভিযুক্ত আবদুর রহমান গংদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কে পাওয়া যায়নি।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।