ব্রেকিংঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলায় নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত

আবদুল্লাহ নোমান ॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলায় “নাগরিক চেতনা বোধে উদ্বুদ্ধ তরুনরাই গনতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভবিষ্যত কারিগর” এই স্লোগান কে ধারন করে নতুন ভোটারদের নিয়ে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২ নভেম্বর) ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজে সুশাসনের জন্য নাগরিক-সুজনের আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট এক সহযোগীতায় এই নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের সংবিধান ও নির্বাচন সংক্রান্ত জ্ঞান যাচাই ও তথ্য দেওয়ার জন্য অনুষ্ঠিত হয় ৫০ মার্কের বহুনির্বাচনী পরীক্ষা। যেখানে অংশ নেয় প্রায় ৩ শতাধিক নতুন ভোটার। নতুন ভোটারদের তাদের অধিকার সম্পর্কে জানানো হয় এবং নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাইয়ের উপর নির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। নতুন ভোটাররা ও তাদের নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন। উত্তর দেন সুজনের কেন্দ্রীয় সমন্ময়কারী।

পরে অলোচনা সভা অনুষ্ঠিত হয় যেখানে নতুন ভোটারদের তাদের অধিকার সম্পর্কে অবহিত করেন বক্তারা।
অনুষ্ঠানে ভোলা জেলা সুজনের সম্পাদক নাসির লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ভোলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পারভীন আক্তার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সুজনের কেন্দ্রীয় সমন্ময়কারী দিলীপ কুমার সরকার। এসময় আরো বক্তব্য রাখেন, নাজিউর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ এম ফারুকুর রহমান, সুজন ভোলার উপদেষ্টা মোবাশ্বের উল্লাহ চৌধুরী, অধ্যাপিকা জিন্নাত রেহানা,এ্যাডভোকেট জান্নাতুল ফেরদাউস, নারী নেত্রী বিলকিছ জাহান মুনমুন, আরটিভি যুগান্তর জেলা প্রতিনিধি অমিবাব রায় অপু, সুজন ভোলা পৌর কমিটির সম্পাদক অসীম আচার্য শান্ত, ভোলা সদর উপজেলা সুজনের সম্পাদক মনিরুল ইসলাম, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু, দৈনিক আজকের ভোলার স্টাফ রিপোর্টার মইনুল এহসান সহ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন, নির্বাচনী অলিম্পিয়াডের জেলা সমন্ময়কারী শিমুল চৌধুরী।
এসময় বক্তারা বলেন, তোমরা এবছর নতুন ভোটার প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করবে তাই তোমাদের সতর্ক হতে হবে যেন তোমার ভুলের কারনে কোন অযোগ্য, দুর্নিতিগ্রস্থ, অসৎ,নারী নির্যাতনকারী,মাদক ব্যবসায়ী যেন জয়ী না হয়। যদি তোমরা অসৎ ও অযোগ্য প্রার্থীকে নির্বাচিত কর তাহলে তার অপকর্মের জন্য তুমিও নৈতিকভাবে দায়ী থাকবে। দুর্নিতিগ্রস্থ প্রার্থীকে ভোট দিলে তা হবে বিবেক বিক্রির সামিল। অসৎ ও অযোগ্য ব্যক্তিরাই অর্থ বা অন্য কিছুর লোভে ভোট ক্রয়ে নামে, তারা বিয়য়ের পর জনগনকে ভুলে যায়। অসৎ ও অযোগ্য প্রার্থী বিবেচিত হলে ভোটারদের প্রত্যাশা কখনোই পূরন হয় না। রাজনৈতিক দলের নীতি,আদর্শ ও কর্মসূচী দেখে ভোটের সিদ্ধান্ত নিতে হবে,প্রার্থীদের যোগ্যতা,দক্ষতা ও গুনাগুন সম্পর্কে অবগত হয়ে ভোট প্রদান করতে হবে এবং সৎ,যোগ্য ও জনকল্যানে নিবেদিত প্রার্থী নির্বাচিত করতে হবে।

আলোচনা সভা শেষে বহুনির্বাচনী পরীক্ষায় বিজয়ী ১০ জনকে সার্টিফিকেট,মেডেল ও প্রথম,দ্বিতীয়,তৃতীয় স্থান অর্জনকারীদের ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা। এছাড়াও প্রত্যেক অংশগ্রহনকারীদের সার্টিফিকেট বিতরন করেন তারা।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।