ব্রেকিংঃ

ভোলায় আওয়ামীলীগের সংরক্ষিত মহিলা আসনে ৫ নারী নেত্রী

এম জামিল হোসেন।।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে এমপি হওয়ার জন্য ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে ভোলার আওয়ামীলীগের ৫ নারী নেত্রী । আওয়ামী লীগ থেকে মহিলা এমপি হওয়ার জন্য নিজেদের অবস্থানসহ দলীয় কর্মকান্ডে নিজেদের সম্পৃক্ততার বিভিন্ন দিক তুলে ধরছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ে ।

৫ নারী নেত্রী হচ্ছেন, বর্তমান মহিলা এমপি ও ভোলা জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট মমতাজ বেগম, ভোলা জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ এর বর্তমান ভাইস মহিলা চেয়ারম্যান অধ্যক্ষ শাফিয়া খাতুন, মনপুরা উপজেলার চেয়ারম্যান সেলিনা চৌধুরী, ভোলা জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক খাদিজা আক্তার স্বপ্না ও লালমোহন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি কামরুন নাহার সুমি ।
ভেলা জেলা ৭ উপজেলায় ৫টি পৌরসভা ও ৬৯ ইউনিয়ন নিয়ে গঠিত । এই জেলার জনসংখ্যা ২২ লাখ যার অর্ধেক মহিলা।

শেষ হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ আসনের আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন তৃণমূল পযার্য়ে। তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা। দায়িত্ব পেলে নারীর ক্ষমতায়ন সক্রিয় সহ উন্নয়নে পাশে থেকে অংশীদার হতে চায়।
সুশীল সমাজ মনে করছেন রাজনীতিতে ত্যাগী, সক্রিয়, ও পরিচ্ছন্ন নেত্রীদের সংরক্ষিত মহিলা এমপি আসনে জায়গা দেয়া উচিত। যারা পিছিয়ে পড়া ভোলার নারী জনগোষ্ঠির উন্নয়নে সক্রিয় ভাবে কাজ করে যাবে। আর জনসাধরনের ও একটা বিশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের যোগ্যতা মূল্যায়ন করে মনোনয়ন প্রদান করবেন।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।