ব্রেকিংঃ

ভোলা বোরহানউদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আওলাদ হোসেনকে পেটালো পুলিশ

এম রানা ॥
ভোলা বোরহানউদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আওলাদ হোসেনকে এলোপাথারি মারল এক পুলিশকর্মকর্ত।
রোববার (১৩ জানুয়ারি) বিকালে বাংলা স্কুল মোড়ে এ ঘটনা ঘটে।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এরই মধ্যে মারধরের দৃশ্যটি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, প্রয়োজনীয় কাগজ ও হেলমেট না থাকায় পুলিশের এএসআই শাহে আলম মোটরসাইকেলে থেকে টেনে হিঁচড়ে নামিয়ে আনেন। পড়ে তাকে কিল-ঘুষি মেরে মাটিতে ফেলেন। পরে লাথি দিতে থাকে। আওলাদকে মাটিতে ফেলে বেধড়ক পেটায়। তবে এ নিয়ে কথা বলতে রাজি হননি অভিযুক্ত এ এস আই।
স্বেচ্ছাসেবকলীগ নেতা আওলাদ এর অভিযোগ, শহরের বাংলা স্কুল মোড়ে মোটরসাইকেলের কাগজ পরীক্ষার বিষয় নিয়ে এ এস আই শাহ আলম তার সাথে এমন আচরণ করে।
এদিকে এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা পুলিশ সুপাররের দপ্তরে ঘটনাটির প্রতিবাদ জানিয়ে এমসআই শাহে আলমের শাস্তি দাবি করেন। পরে ওই এমসআই ঘটনার পর দুঃখ প্রকাশ করেন
ভোলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পেটানোর অভিযোগে পুলিশ কর্মকর্তা শাহ আলমকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোকতার হোসেন।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।