ব্রেকিংঃ

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরনের আশ্বাস দিলেন তোফায়েল আহমেদ

এম রহমান রুবেল ।।

ভোলার ইলিশা জংশন বাজার ও পরানগঞ্জের কাজী মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীদের অবস্থা দেখতে গিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদ।

সোমবার (১৪ জানুয়ারী) সকালে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সঙ্গে দেখা করতে যান তিনি। এসময় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সমবেদনা জানিয়ে তোফায়েল আহমেদ বলেন বলেন, আমি তোফায়েল আহমেদ মন্ত্রী থাকি আর না থাকি সব সময় ভোলার সর্বসাধারনের পাশে থাকব যতদিন বেচে থাকব। আমি এখন যে স্থানে আছি সেখানেই থেকে আমি ভোলার উন্নয়ন করব। পূর্বে মন্ত্রী থাকাকালে ভোলার যে উন্নয়ন হয়েছে তার থেকে বেশি উন্নয়ন হবে আমার জন্মভূমি ভোলাতে ।
ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান ব্যবসায়ীদের ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে ২ বান করে টিন ও ৬ হাজার টাকা দেওয়া হবে এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রত্যেককে ১০ হাজার টাকা ও ভোলা সদর উপজেলা পরিষদ থেকে ৫ হাজার টাকা করে প্রদানের ঘোষণা দেন।
এছাড়াও তোফায়েল আহমেদ এর নিজস্ব তহবিল থেকে যথাসম্ভব সাহায্য প্রদানের ঘোষণা দেওয়া হয়। তবে দোকান মালিক নিজে ব্যবসায়ী হলে সে ২ বান টিন, ৬ হাজার টাকা, ১০ হাজার টাকা ও উপজেলা প্রশাসনের ৫ হাজার টাকা উভয় পাবে।
এসময় তিনি অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর জন্য ব্যাংক থেকে ঋণ দিতে ও সহায়তার করবেন বলে আশ্বাস দিয়েছেন।
এ সময় তার সঙ্গে ছিলেন ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার মোকতার হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, ভোলা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, পৌর মেয়র মনিরুজ্জামান মনিরসহ জেলা আ’ লীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য ১২ জানুয়ারী রাত ৯.২০ মিনিটে ভোলার জংশন বাজারে, ১৩ জানুয়ারী ভোলার পরানগঞ্জের কাজী মার্কেটে ২.০০টা দিকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে । আগুনে উভয় জায়গায় প্রায় অর্ধ শতাধিকের ও বেশি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এতে দুই স্থানে অগ্নিকান্ডে প্রায় ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।