ব্রেকিংঃ

দ্বিতীয় বৈঠকের ভেন্যু চূড়ান্ত কিম’-ট্রাম্পের’

জনতার বানী ডেক্স।। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যকার দ্বিতীয় বৈঠকের ভেন্যু নির্ধারণ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন এক কর্মকর্তা শুক্রবার এ তথ্য জানান।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শেষ নাগাদ এই বৈঠক অনুষ্ঠিত হবে। এজন্য সকল ধরণের প্রক্রিয়া চূড়ান্তভাবে সম্পন্ন করা হয়েছে।

খবরে বলা হয়েছে, ভিয়েতনামের উপসাগরীয় শহর দা নং-এ ট্রাম্প-কিমের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

গত বছরের জুনে সিঙ্গাপুরে ট্রাম্প ও কিমের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। তখন ট্রাম্প সাংবাদিকদের জানান, উত্তর কোরিয়া সকল ধরণের পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে। কিন্তু ট্রাম্পের এমন ঘোষণার পরও দেশটি তাদের পারমাণবিক কর্মসূচি বিভিন্নভাবে চালিয়ে যায় বলে কিছু মার্কিন গোয়েন্দা সংস্থা অভিযোগ তুলে।

বৈঠকের কয়েক মাস পর উত্তর কোরিয়ার পক্ষ থেকে জানানো হয় আমেরিকা তাদের ওপর থেকে দেয়া নিষেধাজ্ঞা তুলে না নিলে তারা সকল ধরণের পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করবে।

এরপর এ বছরের জানুয়ারিতে হোয়াইট হাউজের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে ট্রাম্প-কিমের দ্বিতীয় বৈঠকের কথা ঘোষণা করা হয়। তবে কোথায় এ বৈঠক অনুষ্ঠিত হবে তখন বিস্তারিত কিছু জানানো হয়নি।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।