ব্রেকিংঃ

অবৈধ দখল করা বুড়িগঙ্গায়৪৪৪ টি স্থাপনা গুড়িয়ে দিলো নৌপরিবহন কর্তৃপক্ষ

 জনতার বানী ডেক্স।।  তিন দিন অভিযান চালিয়ে বুড়িগঙ্গা পাড়ের ৪৪৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নদী তীর দখল ও দুষণমুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ২৯ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বুড়িগঙ্গা নদীর তীরে কামরাঙ্গীরচর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায়। এ অভিযানে তিনদিনে ছোট বড় ৪৪৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়েছে।

জনসংযোগ কর্মকর্তা বলেন, উচ্ছেদ হওয়া স্থাপনার মধ্যে দোতলা থেকে সাততলা পর্যন্ত পাকা ভবন, স’মিল, গোডাউন, প্লাস্টিক কারখানা এবং আধাপাকা ভবন রয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বিআইডব্লিউটিএ দখলদারদের বিতাড়িত করার পরিকল্পনা নিয়ে নদী উদ্ধারে ৫ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পুনরায় উচ্ছেদ কার্যক্রম চালানো হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নেতৃত্ব ও সার্বিক তদারকিতে এ উচ্ছেদ অভিযান চলছে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।