ব্রেকিংঃ

ধনিয়া বালিয়াকান্দি মাদ্রাসা হাট জামে মসজিদের ইমামের রহস্যজনক আত্নহত্যা

এম রহমান রুবেল।। পশ্চিম ধনিয়া নব্বান্ন রির্সোট সংলগ্ন বালিয়াকান্দি মাদ্রাসা হাট জামে মসজিদের ইমাম নুরে আলমের ‍রহস্যজনক আত্নহত্যার অভিযোগ উঠেছে। রবিবার বিকাল ২ টা পশ্চিম ধনিয়া বালিয়া কান্দি মাদ্রাসা হাট মসজিদ ভিতরে এই ঘটনা ঘটে। স্থানীয় পশ্চিম ধনিয়া বালিয়া কান্দি মাদ্রা হাট জামে মসজিদের মুসছলিরা জানান  ইমাম নুরে আলম ১ টার সময় জহুরের আযান শুনে  আমরা এলাকাবাসি আযান শুনে মসজিদে আসি। মসজিদে আসলে ইমাম সাহেব কে না দেখতে পেয়ে আমরা খুজা খুজি করি তার পর কোথাও না পেয়ে আমরা মসজিদের সামনে তার নিজ কক্ষে খুজতে গেলে দেখি জালানার সাথে ইমাম নুরে আলমের গলায় ফাস দেওয়া। আমরা এলাকাবাসি নুরে আলমের এই অবস্থা দেখে ভোলা সদর থানায় ফোন করলে কিছুক্ষনের মধ্যেই পুলিশ না আসতে ই তার আগে সাংবাদিক ও স্থানীয় ইউপি মেম্বার সহ ঘটনাস্থলে স্থানীয় শত শত লোকজন একজনর দেখতে আসে  মসজিদের ইমাম নুরে আলমকে।

পুলিশ ও ধনিয়া ইউনিয়ের চেয়ারম্যান আমাদের জানান নুরে আলম খুবই ভাল তার সাথে এলাকায় কোন কার সাথে  কোন প্রকার শক্রুতা  বিরোধ নেই। নুরে আলমের এমন মৃত্যুতে এলাকাবাসি মর্মাহত। নুরে আলমরে বাসা বাপ্তা ইউনিয়নের মুছাকান্দি এলাকার ৫নং ওয়াডের বাঘা বাড়ি। নুরে আলমেরা পাঁচ ভাই এর মধ্যে নুরে আলমে ই ভোলা থাকেন তার বাকি চার ভাই ঢাকা থাকেন। নুরে আলম তিন মাস আগে ধনিয়া ইউনিয়নে বিয়ে করলে ও মাত্র ১০ দিন আগেই নুরে আলম তার বাপ্তা বাঘা বাড়িতে স্ত্রী কে নিয়ে আসেন। এলাকাবাসি বলেন, নুরে আলম দীর্ঘ ৭ বছর এই মসজিদে ইমামতি করেছেন কিন্ত কোন প্রকারে কারো সাথে কোন খারাপ আচারন করেন নাই এলাকাবাসিকে করতে দেখি নাই তার এই আত্ন হত্যাঢ এলাকাবাসি হতাস। আত্নহত্যার মুল রহস্য জানতে হলে আমাদেরকে পোস্টমোটামের রিপোট পর্যান্ত অপেক্ষা করতে হবে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।