ব্রেকিংঃ

ভোলায় জাতীয় শিশু সংগঠন এনসিটিএফ বার্ষিক সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক ।।  শিশুদের সর্বত্র স্বার্থ রক্ষা করার লক্ষ্য নিয়ে ভোলায় জাতীয় শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স’র (এনসিটিএফ) বার্ষিক সাধারণ সভা হয়।

শুক্রবার সকালে ভোলা শিশু একাডেমির হল রুমে এনসিটিএফের আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রেস ক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান।

এনসিটিএফ ভোলা জেলা কমিটির সভাপতি মিম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ভোলা প্রেস ক্লাবের সম্পাদক অমিতাভ রায় অপু, জেলা শিশু একাডেমির ( ভারপ্রাপ্ত ) কর্মকর্তা মো. আখতার হোসেন, সাংবাদিক ও আবৃত্তি শিল্পি মশিউর রহমান পিংকু ও ভোলা জেলা যুব রেড ক্রিসেন্ট এর উপ-প্রধান আনোয়ার হোসেন প্রমুখ।

সভায় এনসিটিএফ এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তুলে ধরা হয়। আগামীতে বিভিন্ন কার্যক্রমের পরিকল্পনা গ্রহণ করা হয়।

এ সময় বক্তারা বলেন, শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। বর্তমান সরকার শিশু বান্ধব সরকার। শিশুদের জন্য বিভিন্ন প্রকল্প সরকার গ্রহণ করেছে। এই প্রকল্প ফলে এখন ঝড়েপড়া ও ছিন্নমূল শিশুর হার কমিয়ে আনতে সক্ষম হচ্ছে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।