ব্রেকিংঃ

ইলিশায় জেলে কার্ডের চাল বিতরণ

 ইয়ামিন হোসেন: ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের জেলেদের মাঝে জেলে কার্ডের চাল বিতরণ করা হয়েছে। মেঘনা তেতুলিয়া নদীতে মাছ ধরা নিষিদ্ধ সময়ে জেলেদের জন্য বরাদ্দকৃত এই চাল বিতরণ করা হয়। সোমবার ও মঙ্গলবারে এই চাল বিতরণ করেন। ইলিশা ইউনিয়নের আনুমানিক ৩৭শ জেলে তালিকাভূক্ত হলেও ৬৪ মেট্রিক টন চাল বরাদ্দ হয় যা নিয়ম অনুযায়ী ১৬শ জেলে পায় তাই সমন্বয় করে সকল জেলের মাঝে চাল দেওয়া হচ্ছে বলে জানান সচিব মোঃ নোমান। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোস্তফা মিয়া, ট্যাগ অফিসার জহির রায়হান, ইউপি সদস্য বারেক মেম্বার, কামাল হোসেন, ছাঈদ আলী জমাদার , লোকমান পাটওয়ারী, ফখরুল আলম, শাহে আলম, মালেক মিঝিপ্রমুখ। চেয়ারম্যান হাছনাইন আহমেদ হাছান মিয়া জানান, আমার ফুফাতো ভাই মৃত্যুবরণ করেছে ঢাকায় অন্যদিকে আমার মা অসুস্থ্য তাই আমি ঢাকায় আছি এবং জেলেদের চাল দেওয়ার জন্য ট্যাগ অফিসার, সচিব মেম্বারদের বলেছি কিন্তু কিছু অপেশাদার লোক যেমন ব্যবসায়ী, কৃষক জেলে কার্ড দিয়ে চাল নিচ্ছে অন্যদিকে যারা আসল জেলে তারা পাচ্ছে না তার জন্য মেম্বারগণ কে জেলে আর কে জেলে না তা সনাক্ত করতে চাওয়ায় তারা আমাদের বিরুদ্ধে অপ প্রচার চালাচ্ছে। ইলিশা ইউনিয়নের জেলে কার্ড কেনো সকল কিছুই সুষ্ঠু ভাবে বিতরণ করা হয় কিন্তু একটি স্বার্থনেসী মহল অবৈধ সুযোগ সুবিধা না পেয়ে অপপ্রচার চালাচ্ছে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।