ব্রেকিংঃ

আর কত আবরারের প্রাণ ঝরলে সরকারের হুশ হবে- চরমোনাই পীর

জনতার বানী ডেক্স :

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর  ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম  বলেছেন, ঘুষ, দুর্নীতি ও অনৈতিকতার কারণে সড়কসহ সর্বত্র অনিরাপদ হয়ে উঠছে। মহাসড়ক সহ শহরগুলোর সড়কে যেভাবে মানুষের প্রাণ ঝরছে, তাতে মনে হয় এদেশে মানুষের কোন মূল্যই নেই। আর কত আবরারের প্রাণ ঝরলে সরকারের হুশ হবে?

তিনি বলেন, নিরাপদ সড়কের দাবিতে এতো বক্তব্য, বিশেষ করে গত বছর আমাদের কোমলমতি ছাত্ররা যে আন্দোলন করেছে তাতে দেশ অচল হয়ে গিয়েছিল। সর্বমহল এ আন্দোলনের সাথে ঐক্যমত্যও পোষণ করেছিল। সরকার বলেছিলো নিরাপদ সড়কের দাবিসমূহ বাস্তবায়ন করা হবে। সে আশ্বাসে শিক্ষার্থীরা ঘরে ফিরে গেল। কোন পরিবর্তন আসলো না। এভাবে একটা দেশ চলতে পারে না।

বৃহঃবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলানায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা  মহানগর উত্তরের  সভাপতি প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, মাওলানা ইমতিয়াজ আলম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা খলিলুর রহমান, আলহাজ্ব আব্দুর রহমান, আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব হারুন অর রশিদ, মুফতী মাছউদুর রহমান, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন, অধ্যাপক নাছির উদ্দিন প্রমুখ।

সম্মেলন শেষে প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদকে সভাপতি ও মাওলানা আরিফুল ইসলামকে সেক্রেটারী করে ঢাকা মহানগর উত্তরের ২০১৯-২০ ইং সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।

চরমোনাই  পীর আরো বলেন, সরকার সারা দেশে বাকশালীয় কায়দায় ভোটার বিহীন একতরফা উপজেলা নির্বাচন করছে। নির্বাচনের প্রতি সরকার দলীয় লোকজনেরই সামান্যতম আগ্রহ নেই। সরকারের যা মনে চায় তাই করছে ও বলছে। দ্রব্যমূল্যের চরম উর্ধ্বগতি। এর মধ্যে আবার গ্যাসের মূল্য বৃদ্ধির পায়তারা চলছে। এভাবে একটা দেশ চলতে পারে না।

তিনি সরকারের এসব চরম অনৈতিক ও স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

 

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।