ব্রেকিংঃ

‘তাকি উসমানি মুসলিম বিশ্বের সম্পদ; তার উপর হামলা ভয়াবহ ষড়যন্ত্রের ইঙ্গিত’- ইমরান খান

জনতার বানী ডেক্স :

দারুল উলুম করাচির প্রধান মুফতি, পাকিস্তানের সাবেক বিচারপতি ও বিশ্বের অন্যতম ইসলামি স্কলার  শাইখূল ইসলাম আল্লামা মুফতি তাকি উসমানির গাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

এ হামলার সঙ্গে জড়িতদের অতিদ্রুত গ্রেফতার করার নির্দেশ দিয়ে ইমরান খান বলেন, বিশ্বখ্যাত এ আলেম ও পাকিস্তানের সাবেক বিচারপতিকে হত্যাচেষ্টার পেছনে বড় কোনো উদ্দেশ্য আছে কি না, তা ও আমরা বের করার চেষ্টা করছি।

আজ (২২ মার্চ) দুপুরে চালানো এ সন্ত্রাসী হামলায় আল্লামা তাকি উসমানি প্রাণে বেচেঁ যাওয়ায় শুকরিয়া আদায় করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, মুফতি তাকি উসমানির মতো সম্মানিত ব্যক্তির ওপর এমন সন্ত্রাসী হামলার ভয়ানক কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত করে। তিনি পাকিস্তান ও মুসলিম বিশ্বের অমূল্য সম্পদ।

ইমরান খান মসজিদ মাদরাসাগুলোর নিরাপত্তা জোরদার এবং প্রখ্যাত আলেমদের নিরাপত্তা দিতে প্রাদেশিক গভর্নরদের নির্দেশ দিয়েছেন। আল্লামা তাকি উসমানির ওপর চালানো হামলায় দু’জন নিরাপত্তারক্ষীর মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, আজ দুপুরে পাকিস্তানের করাচিতে বিশ্বখ্যাত আলেম আল্লামা তাকি উসমানীর গাড়িবহরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ হামলায় তিনি ও তার স্ত্রী বেঁচে গেলেও ২ জন দেহরক্ষী নিহত হয়েছে।

করাচির গুলশান-ই-ইকবাল ও শারিয়া ফয়সাল এলাকায় প্রথমে দুটি পৃথক গুলিবর্ষণের খবর পাওয়া যায়। তারপরেই গাড়ি দু’টি নিপা ফ্লাইওভারে হামলার মুখে পড়ে। দু’টি মোটর সাইকেলে চারজন বন্দুকধারী মুফতি তাকি উসমানীর গাড়ির পেছন দিক থেকে গুলিবর্ষণ করে

 

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।