ব্রেকিংঃ

শ্রমিকের মুক্তির জন্য ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নাই ॥ ভোলায় ইসলামী শ্রমিক আন্দোলনের সম্মেলনে বক্তরা

এম মইনুল এহসান ॥
ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছারা শ্রমিকের কাঙ্খিত মুক্তি আসতে পারে না। তথাকথিত গনতন্ত্র , সমাজতন্ত্র শ্রমিকের অধিকারের কথা বললেও এগুলোর মাধ্যমে যে শ্রমিকের মুক্তি আসতে পারে না তা যুগে যুগে অসংখবার প্রমানিত হয়েছে। এক সময় কমিউনিস্টরা নিজেদের কে সাম্যবাদ ও শ্রমিক মুক্তির এজেন্ট দাবি করত । কিন্তু সোভিয়েট ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর আবারো প্রমানিত হল মানুষের মনগড়া নীতি আদর্শের দ্বারা শান্তি আনায়ন সম্ভব না । শ্রমিক সমাজ সহ সকল মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠা করতে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা ছাড়া কোন বিকল্প নাই । তাই শ্রমিক সমাজে মুক্তির জন্য একমাত্র পথ হল ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করা। ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা জেলা (উত্তর) এর দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তবে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহ সম্পাদক সৈয়দ খলিলুর রহমান এ কথা বলেন।
বুধবার সকালে ভোলা শহরের কর্নফুলি টাওয়ারে ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা জেলা ( উত্তর) এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । ভোলা জেলা ( উত্তর ) সভাপতি নুরুল ইসলাম পাটেয়ারির সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী শ্রমীক আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওমর ফারুক ।
জেলা সাধারন সম্পাদক মাও: গোলাম মোর্শেদের সঞ্চালনায় এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মু. শওকাত হোসেন ।
এসময় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ভোলা জেলার সিনিয়র সহ সভাপতি মাও: তাজ উদ্দিন ফারুকি, সম্পাদক মাও: তরিকুল ইসলাম ,যুগ্ম সম্পাদক মাও: আতাউর রহমান , ইসলামী আন্দোলনের নেতা এম ওবায়দুর রহমান বিন মোস্তফা, ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মাও: রাশেদুল ইসলাম ,সাধারন সম্পাদক হাফেজ মাও: ইব্রাহিম খলিল প্রমুখ।
সম্মেলনে সাবেক সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম পাটোয়ারি কে সভাপতি , আবদুল বারেক কে সিনিয়র সহ সভাপতি , মাও: গোলাম মোর্শেদ কে সাধারন সম্পাদক, আবদুল আজিজ ও মো:জহিরুল ইসলাম কে যুগ্ম সম্পাদক করে ২ বছর মেয়াদি কমিটি ঘোষনা করা হয়।
সম্মেলনে বাংলাদেশ মুজাহিদ কমিটি ভোলার সদর মাও: আমির হোসেন , সেক্রেটারি মৌলভি আবুল কালাম, ইসলামী আন্দোলনে ভোলা জেলা প্রচার সম্পাদক মাও: ইউসুফ আদনান , বোরহানউদ্দিন উপজেলা সাধারন সম্পাদক মাও: মাহমুদুল হাসান , ভোলা পৌর শাখার সাধারন সম্পাদক হাফেজ আবদুর রব সহ ইসলামী শ্রমিক আন্দোলন , ইসলামী আন্দোলনের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবিন্দ উপস্থিত ছিলেন

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।