ব্রেকিংঃ

ইরান-যুক্তরাষ্ট্রে প্রতিনিধি পাঠাবেন ইরাকি প্রধানমন্ত্রী

জনতার বানী ডেক্স:

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মুখোমুখি অবস্থানের মধ্যে উত্তেজনা কমিয়ে আনতে দেশ দুটিতে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইরাক।

মঙ্গলবার ইরাকের প্রধানমন্ত্রী আদেল আল মাহদি এমন তথ্য জানিয়েছেন।-খবর আরব নিউজ

তিনি বলেন, ইরাকের কোনো মিলিশিয়া গোষ্ঠীই যুদ্ধ চায় না। মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলার দুইদিন পর তিনি এমন মন্তব্য করেন।

এদিকে সৌদি আরব ও ইরানের মধ্যে বর্তমান সামরিক উত্তেজনার মধ্যে ভয়াবহ যুদ্ধ এড়িয়ে যেতে শুক্রবার ইরাকি প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদির মধ্যস্থতাকেই সবচেয়ে বেশি কৃতিত্ব দেয়া হচ্ছে।

ইরাকি প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র ও ইরাকের মধ্যে বার্তা বিনিময়ের জন্য আদেল আবদুল মাহদিকে মাধ্যম হিসেবে কাজ করতে অনুরোধ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এতে ইরানিদেরও সম্মতি ছিল।

ওই উপদেষ্টা বলেন, নরকের ফটক খুলে না যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাইনি। দুই পক্ষের মধ্যে বার্তা বিনিময় করেছি। এভাবে একজন মধ্যস্থকারীর ভূমিকা পালন করেছি আমরা। দুই পক্ষের মধ্যে যাতে যুদ্ধ ছড়িয়ে না পরে তা এড়িয়ে যেতেই ইরাকি নেতৃবৃন্দ এমন সিদ্ধান্ত নিয়েছেন।

‘মধ্যস্থতায় ইরাকিদেরও সুযোগ করে দিয়েছেন ইরানি নেতৃবৃন্দ,’ জানালেন আদেল আল মাহদির উপদেষ্টা।

সপ্তাহ দুয়েক আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও বাগদাদ সফরে যান। ওই সফরে ইরানিয়ানদের কাছে প্রথম বার্তাটি দেন তিনি।

ইরাকি প্রধানমন্ত্রীর দ্বিতীয় উপদেষ্টা বলেন, আদেল আল মাহদিকে সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছ থেকে অস্ত্র ফিরিয়ে নিতে বলেছেন পম্পেও। এছাড়া ইরানিদের বলতে বললেন-যাতে ইরাকের ভেতর মার্কিন ঘাঁটি ও প্রশিক্ষণ শিবির থেকে তারা দূরত্ব বজায় রাখেন।

পম্পে বলেন, ইরাকের ভেতর কোনো মার্কিন স্বার্থে আঘাত হানা হলে ইরানের ভেতরে লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।