ব্রেকিংঃ

ভোলা সদর হাসপাতালে দুস্ত অসহায়দের মুখে হাসি ফুঠাতে ঈদের নতুন শাড়ি নিয়ে অসহায়দের পাশে গরিবের বন্ধু সফিকুল ইসলাম

এম রহমান রুবেল/ জামিল হোসেন
ভোলা জেলা সচেতন নাগরিক পরিষদ এর সাধারন সম্পাদক মোঃ সফিকুল ইসলাম কর্তৃক আয়োজিত ভোলার মানুষের খুব প্রিয় সকল শ্রেনী পেশা ও সর্ব স্থরের মানুষের অত্যন্ত আপনজন ভোলা জেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব এর সার্ভিক সহযোগিতায় গরিব দুস্থ অসহায়দের মাঝে ঈদের নতুন শাড়ি ও লঙ্গি বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় (২৬ মে) জেলা সদর হাসপাতালের বিভিন্ন ওয়াডে নিজে ঘুরে ঘুরে অসহায় দুস্ত এতিম গরিব ও বয়স্ক বিধবাদের মাঝে ভোলা জেলা সচেতন নাগরিক পরিষদের সাধারন সম্পাদক মোঃ সফিকুল ইসলাম এসব নতুন শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। ভোলা জেলা সচেতন নাগরিক পরিষদ এর আয়োজনে ভোলা সদর হাসপাতে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় অসহায় দুস্ত গরিব মা বোন ও ভাইদের মাঝে ঈদের নতুন পোশাক দেওয়া হয়। ভোলা সদর হাসপাতালের বিভিন্ন ওয়াডে অসহায় গরিব ও দুস্তদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরনের সময় ভোলা জেলা সচেন নাগরিক কমিটির সাধারন সম্পাদক গরিবের বন্ধু পরউপকারি মোঃ সফিকুল ইসলাম তিনি বলেন আমার জীবন ধন্য কারন আপনিরা আমার মা, আমার বাবা, আমার বোন, এবং আমার ভাই আমি আপনাদের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমি এই আমার সামান্য উপহার দিতে পেরেছি তাই। তিনি আরো বলেন, সবায় সবাইকে সব কিছু দিতে পারে না আর সবাই সবাইকে খুশি ও করতে পারবে না কারন আজকে আপনিরা আমার এই সামান্য উপহার পেয়ে যে খুশি হয়েছেন তাতে আমি মুগ্ধ এবং গর্বিত। আজ তারই সাথে আমি মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই। অসহায় দুস্ত গরিবদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরনের সময় উপস্থি ছিলেন – ভোলা সদর হাসপাতালের সিভিল সার্জন রথিন্দ্রনাথ মজুমদার, হাসপালালের মেডিসিন বিশেজ্ঞ সিনিয়র কনসালটেন্ড ডাঃ তৈয়ুবুর রহমান, বাপ্তা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আঃলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, হাসপাতালের সমাজ সেবা বিভাগের কর্মরত সেলিনা আক্তার সহ হাসপাতালের কেভিন ইনসার্জ কাউসার আহমেদ প্রমুখ।

 

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।