ব্রেকিংঃ

ভোলার দৌলতখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত

তানভীর আহমেদ

দৌলতখান প্রতিনিধিঃ

বর্ন্যট্য আয়োজনের মধ্যদিয়ে ভোলার দৌলতখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ ” ২০২০ উদযাপন করা হয়েছে। ১৭ মার্চ সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের পৃথক পৃথক কেক কেটে শুভসূচনা করেন উপজেলায় আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।

দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় ভোলা -২ আসনের জনপ্রিয় সাংসদ আলহাজ্ব আলী আজম (মুকুল) দৌলতখান চরখলিফা ইউনিয়নের বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক স্কুলের বুদ্ধি প্রতিবন্ধী শিশু কিশোরের মাঝে মিষ্টি বিতরণ করেন।

এরপর দৌলতখান সরকারি কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের শুভ উদ্বোধন করেন সাংসদ সদস্য আলহাজ্ব আলী আজম (মুকুল)।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ, দৌলতখান থানার অফিসার ইনচার্জ বজলার রহমান, মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক গোলাম নবী নবু, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, চরখলিফা ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী মাসুদ মুকু, সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহী সরোয়ার ভুট্টো সহ অসংখ্য আওয়ামীলীগের নেতা কর্মীরা।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।