ব্রেকিংঃ

ভোলা ওয়ের্স্টানপাড়ায় শান্ত ঘোষ মাইনুদ্দিন এর ঘামখেয়ালিতে রাস্তাঘাটের বেহালদশা।।

এম রহমান রুবেল।।

ভোলা ওয়ের্স্টান পাড়ায় শান্ত ঘোষ মাইনুদ্দিন এর ঘামখেয়ালিতে বালু ব্যবসার কারনে রাস্তাঘাটের বেহালদশ পরিনত হয়েছে।।


ওয়ের্স্টান পাড়ায় আর্দশ একাডেমীর পাশ দিয়ে কোন নীয়ম নীতি তোয়াক্কা না করে পৌর সভার থেকে কোন অনুমতি না নিয়ে অনুমতিবীহিন ড্রেজারের মাধ্যমে পৌর কতৃপক্ষ কে না জানিয়ে রাস্তার মাঝ বরাবর দিয়ে বালি দিয়ে রাস্তার মাঝে বাদ দিয়ে পাইপের মাধ্যমে বালু নিয়ে পুকুর নালা মোটা অংকের টাকার বিনিময় পুকুর ভরাট করেন।
তাদের এই খামখেয়ালির কারনে পৌরবাসি এখন দূর্ভোগ পোয়াতে হচ্ছে।
ওয়ের্স্টান পাড়া আর্দশ একাডেমি নামে একটি জনপ্রিয় প্রতিস্টান আছে সেখানে তাদের খামখেয়ালির কারনে বাদ দিয়ে রাস্তা আটকিয়ে রাখার কারনে প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনা ঘটে।
এছাড়া ও শান্তঘোষ মাইনুদ্দিন দালাল এর খামখেয়ালির রাস্তাঘাট পানিতে আর অতিরিক্ত বালি রাস্তায় পরার কারনে পৌর রাস্তা ঘাট নস্ট হয়ে যাচ্ছে এবং তাদের ড্রেজারের কারনে কবর স্থান একাকার হয়ে যাচ্ছে কার কভর কোন স্বজনেরা বলতে পারছেন না।

ড্রেজারের বালির পানি দিয়ে পারিবারিক কবরস্থান ডুবে যাচ্ছে এবং রাস্তাঘাট খাদা খাদ্দে পরিনত হয়ে নস্ট হয়ে যাচ্ছে। প্রতিদিন রাস্তাটি দিয়ে সড়ক দূর্ঘটনা ঘটে হাসপাতালের বারান্দায় কাতরাচ্ছে পথচারিরা।

এব্যাপারে শান্তঘোষ ও নব্য আঃলীগ মাইনুদ্দিন দালাল এর কাছে জানতে চাইলে তারা এটার সঠিক জবাব দিতে পারেনি।
এব্যপারে পৌর কাউন্সিলর বলেন তাদেরকে আমরা বারন করেছি যে আমাদের রাস্তাঘাট নস্ট হচ্ছে তারা আমাদের কোন কথাই শুনেনা।
পৌর মেয়র ঘটনা শুনে সরেজমিনে পৌর সভা থেকে লোক পাঠিয়ে পাইপ সরিয়ে নিতে বলেন এবং ভবিষৎতে সরকারি রাস্তা নস্ট করে ব্যবসা করা হলে আইনুয়ায়ী ব্যবস্থা গ্রহন করবো।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।