ব্রেকিংঃ

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন করলেন শ্যামল ও নির্মল।।

এম রহমান রুবেল।।
মুজিব বর্ষের আহ্বান লাগাই গাছ বাড়াই বন। এর ধারাবাহিকতায় আজ ভোলা সদর উপজেলার পৌর ৪ নং ওয়ার্ডের মধ্য চরনোয়াবাদ এলাকায় সরকারি অবহেলিত জমি লিজ নিয়ে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেন শ্যামল চন্দ্র গোরমী ও নির্মল চন্দ্র গোরামী।
সরকারি অবহেলিত জমি নির্মল ও শ্যামল দুই ভাইকে সরকার ৬ শতাংশ জমি লিজ দেয় সে মোতাবেক ভোলা পৌর ভুমি অফিসের সার্বেয়ার মিজান সরজমিনে উপস্থিত হয়ে জমি মেপে শ্যামল ও নির্মল গোরামীকে সীমানা নির্ধারণ করে পিলার গেরে জমি বুজিয়ে দেন।ও স্হানীয় গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে শ্যামল ও নির্মল গোরামী তাদের নেয়া লিজ কৃত জমিতে বৃক্ষ রোপন করেন।
শ্যামল ও নির্মল গোরামী জানায় সরকার বাহাদুর আমাদেরকে এই ৬ শতাংশ জমি রক্ষণাবেক্ষণ করার জন্য লিজ দেয় সেই মোতাবেক ভুমি অফিসের সার্ভেয়ার আমাদেরকে জমিতে পিলার গেরে সীমানা বুঝিয়ে দিয়ে যায়। যেহেতু এটা সরকারি জমি,এই জমি রক্ষণাবেক্ষণের দ্বায়িত্ব আমাদের তাই বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ভুমি অফিসের কর্মকর্তা ও স্হানীয়  ব্যক্তিবর্গদের নিয়ে বিভিন্ন প্রজাতীর গাছের চারা রোপণ করি। সরকারি নিয়ম মেনেই এই জমি রক্ষণাবেক্ষণ করবো।এতে করে সরকারি জমিও রক্ষা হবে আমরা ও স্বাবলম্বী হবো।
সার্ভেয়ার মিজান বলেন সরকারি জমি রক্ষণাবেক্ষণের জন্য সরকার শ্যামল ও নির্মলকে এই জমি লিজ দেয় তাই আমরা সরজমিনে এসে এই জমি তাদেরকে বুজিয়ে দেই।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।