ব্রেকিংঃ

ভোলায় কোস্টগার্ডের অভিযানে আটককৃত মালামাল আদালত কর্তৃক নিলামে বিক্রয়, পরবর্তীতে হস্তান্তর॥

এম রহমান রুবেল।।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের অভিযানে আটককৃত শাড়ি, থ্রীপিচ, শাল, ওড়নাসহ বিভিন্ন ধরনের কাপড়-চোপড় ভোলার সদর জুডিসিয়াল আদালতের কাছে হস্তান্তর করে। কোস্ট গার্ড থেকে পাওয়া জব্দকৃত মালামাল আদালতের নিলাম কমিটির ব্যবস্থাপনায় নিলামে বিক্রয় করা হয়। কে.জি.এন ইন্টারন্যাশনাল সর্বোচ্চ নিলাম ধরে উক্ত মালামাল নিলামে প্রাপ্ত হন।

সোমবার (২০ ফেব্রুয়ারী) বিকালে শহরের নজরুল্লাহ স্কুল মাঠে এই নিলামের মালামাল হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভোলা সদর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দার, নিলাম কমিটির সভাপতি, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুলতান মাহমুদ মিলন, , সদস্য সচিব কোর্ট ইন্সপেক্টর শামসুল আরেফিন , প্রশাসনিক কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ আজিজুর রহমান,কোস্টগার্ডের চীফ পেটি অফিসার মোঃ বেলায়েত হোসেন কে.জি.এন ইন্টারন্যাশনালের পক্ষে নিলাম ক্রেতা মোঃ নাছির উদ্দীন, ওসি অপারেশন মোঃ মাসুদ হোসেন, মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই ফিরোজ আল মামুন।
উক্ত নিলামে হস্তান্তরকৃত শাড়ী, থ্রী পিসসহ অন্যান্য মালামাল ১ কোটি ৫৩ লাখ বিক্রয় করা হয়। যা সর্বমোট ভ্যাট আয়করসহ ১ কোটি ৭২ লাখ ৬২ হাজার ৫শত হয়েছে।
জব্দ তালিকায় পেটি অফিসার রাইটার বিসিজি বেইজ ভোলা বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক যার আনুমানিক মোট মুল্য অনুমান ৯ কোটি ৪১ লাখ ৪৩ হাজার ৯ শত টাকা।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।