ব্রেকিংঃ

তামিমের হাফসেঞ্চুরি, শতরান পেরোল বাংলাদেশ

 

 

টানা তিন ম্যাচেই উজ্জল তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হাফসেঞ্চুরি ও দ্বিতীয়টিতে সেঞ্চুরি করেছিলেন। আজ তৃতীয় ম্যাচেও হাফসেঞ্চুরি করলেন বাংলাদেশের এই নির্ভরযোগ্য ওপেনার। সেই সুবাদে ৩৫ রানে বিজয়ের উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে সাকিব-তামিম জুটিতে শত রান পেরিয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভারে বাংলাদেশ ১০৬ রান করে।

 

তামিম ইকবাল হাফসেঞ্চুরি করে সামনের দিকে যাচ্ছেন। অপরদিকে তার সঙ্গী সাকিবও দুর্দান্ত ব্যাট করছেন। তিনিও করেছেন ৩২ রান।

 

শনিবার সন্ধ্যায় বাস্তারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সে অনুযায়ী তামিম ও বিজয় বাংলাদেশের পক্ষে ইনিংসের গোড়াপত্তন করতে মাঠে নামেন। ওপেনিং জুটিতে এ দুজন সতর্ক সূচনা করেও বেশিদূর যেতে পারেননি। দশম ওভারের তৃতীয় বলে এসে দলীয় ৩৫ রানে আউট হয়ে যান বিজয়। হোল্ডারের বলে আউট হওয়ার আগে ৩১ বল থেকে মাত্র ১০ রান করেছেন তিনি। এরপর তামিম-সাকিব জুটি বাঁধেন।

 

তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম দুই ম্যাচের একটি করে জিতেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী বাংলাদেশ। তাই আজকের এই ম্যাচে যে দল জিতবে সিরিজ যাবে তাদের ঘরেই। চলতি সফরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।